কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে জেলা নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট থেকে সম্মেলনস্থল চান্দিনা মহিলা কলেজ পর্যন্ত ব্যানার ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে।
৭টি উপজেলার ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত এ জেলা। ৯ ডিসেম্বর চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ১০টায় চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
এতে বিশেষ অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
সম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবদুল আউয়াল সরকার। সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য সাতজন প্রার্থী রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        