দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের দিনাজপুর শহরে এক ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে শংকর সাহা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের মহারাজা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর সাহা (৫৫) দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, রবিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের মহারাজা মোড়ে ইটবাহী শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রাক্টরের সঙ্গে ওই মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী শংকর সাহা। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ট্রাক্টরটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক