র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে মানবাধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, মানিকগঞ্জ জেলা ব্র্যাক প্রতিনিধি আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার নেতা জামাল উদ্দিনসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি প্রতিদিন/কালাম