লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সোনপুর ইউনিয়নের রাখালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা অজ্ঞাত বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে, বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। এ ঘটনায় রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন