১১ ডিসেম্বর, ২০১৯ ২০:২৩

দিনাজপুরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ

চতুর্থ দফায় দিনাজপুরের উপশহর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। 

এর আগে, কয়েকদিন ধরে মাইকিং করে সকলকে নিজ নিজ দায়িত্বে দখল করা জায়গা ছেড়ে দেয়ার জন্য বলা হয়।
এরপর উপশহরের বিভিন্ন ব্লকে অনেকেই নিজেরাই নিজেদের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়। কিন্তু এরপরও অনেকে জায়গা দখল করে রাখায় বুধবার সকাল থেকে অভিযান শুরু করা হয়। দখলকৃত কয়েকশ বাড়ি-দোকান উচ্ছেদ করা হয়েছে।

বুধবার দিনব্যাপী উপশহরের ব্লক-১সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠা শতাধিক স্থাপনায় এ অভিযান চালায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এসব স্থাপনার মধ্যে অবৈধভাবে গড়ে উঠা দোকানসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। এ অভিযান চলবে বলে জানা যায়।

উচ্ছেদ অভিযানের আগে সকলকে দখলকৃত জায়গা ছেড়ে দেয়ার জন্য চিঠি দেয়া হয়েছিল বলে জানায় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর। উচ্ছেদ অভিযানের সময় পুলিশ, র‌্যাবসহ গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর