১১ ডিসেম্বর, ২০১৯ ২১:০৬

ধানের লাভজনক মূল্যের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি :

ধানের লাভজনক মূল্যের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন

ধানের লাভজনক মূল্যের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুরের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। আজ বুধবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বর্তমান কৃষকের করুণ অবস্থার কথা তুলে ধরে বক্তারা বলেন, কৃষক রক্ষায় এখনই সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। মধ্যস্বত্বভোগীরা ধানের বাজার ইচ্ছামত নিয়ন্ত্রণ করছে। দেশের জনগণ তথা কৃষকের প্রতি অবশ্যই দায়বদ্ধতা আছে সরকারের। তাই অনতিবিলম্বে কৃষক ও কৃষি রক্ষায় সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।  

বক্তারা আরও বলেন, কৃষকরা অতীব প্রয়োজনে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কেননা 
এখন কৃষকদের ধান কাটা ও মাড়ার জন্য মজুরের কাজের মূল্য পরিশোধ এবং বিভিন্ন ফসলের বীজ কিনতে হয়। আর ১৫ দিন চলে গেলে বীজ বোনার উপযুক্ত সময় চলে আসবে। তাই ধান বিক্রি করা খুবই প্রয়োজন কৃষকের। 

বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা সভাপতি বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলতাব হোসাইন, দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক দয়ারাম রায়, জেলা সদস্য ও সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হাসান সিদ্দিকী।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর