আবারও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। আর সাধারণ সম্পাদক হয়েছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
বুধবার বিকেল ৩টার দিকে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আসতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৮ পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ৩০ নেতা।
কাউন্সিলে গোপন ভোটে অ্যাডভোকেট আবু জাহির সভাপতি এবং অ্যাডভোকেট আব্দুল মজিদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালের ১৩ জুন সর্বশেষ জেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন