১২ ডিসেম্বর, ২০১৯ ১৪:১৩

বরিশালে র‌্যালি ও সেমিনারের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে র‌্যালি ও সেমিনারের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ স্লোগানে বর্নাঢ্য র‌্যালি এবং সেমিনারের মধ্য দিয়ে বরিশালে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর সার্কিট হাউজ চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে ডিজিটাল দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মেট্রোপলিটনের উপ-কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড প্রকৌশল বিভাগের প্রভাষক মো. রশিদ-আল আসিফ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যডভোকেট এসএম ইকবাল। 

বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলের অংশগ্রহণ চান এবং ইন্টারনেটের যথেচ্ছ ব্যবহার রোধে সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ জানান। 

সেমিনার শেষে আইসিটি’তে গুরুত্বপূর্ণ অবদান রাখা উদ্যোক্তাদের পুরস্কৃত করেন জেলা প্রশাসক।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর