১৫ ডিসেম্বর, ২০১৯ ১৩:২১

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লোকসংগীত ও পথনাটক

নেত্রকোনা প্রতিনিধি

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লোকসংগীত ও পথনাটক

নেত্রকোনার গ্রামাঞ্চলে সর্বস্তরে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে মঞ্চস্থ হয়েছে পথ নাটক। সেই সাথে স্থানীয় বাউলদের পরিবেশনায় লোকসংগীত অনুষ্ঠিত হয়।

সপ্তাহব্যাপী সচেতনতামূলক আয়োজন হয়েছে বারহাট্টা উপজেলার বিভিন্ন গ্রামের স্কুলগুলোতে। নারী প্রগতি সংঘ বারহাট্টার আয়োজনে উপজেলার উজানগাঁও মনাষ আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও নির্মলেন্দু গুণের বাড়িতে কাশবন বীরচরণমঞ্চে একল নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হয়েছে ৭ দিন ব্যাপী কর্মসূচি।

বাউল শিল্পী গোলাম মৌলার গান এবং আবুল বাশারের লেখা নাটকে অভিনয় করে নেত্রকোনার বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাবুল শিল্পীরা। এ সকল নাটক এবং গানে ধর্মীয় উগ্রবাদ, মূল্যবোধকে ধারণ করে ধর্মনিরপেক্ষতা, সমাজ বিনির্মাণে যুবকদের একাত্মতা ও নারী মুক্তির বিষয়গুলো ফুটে উঠে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর