১৫ ডিসেম্বর, ২০১৯ ২১:০৮

নোয়াখালীতে মডেল ক্লিনিক গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মডেল ক্লিনিক গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা

নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবাকে আরও এগিয়ে নিতে কমিউনিটির অংশগ্রহণ জরুরি। স্থানীয়দের অংশগ্রহণ ছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বৃদ্ধি বা শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব নয়। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা প্রশাসনের সঙ্গে সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। 

রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুরব্যাপী জেলা শহর মাইজদীর একটি কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। 

কর্মশালায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক (ঢাকা) ডা. আমিনুল হাসান, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান, ডা. সাদিয়া শামরিন হৃদি প্রমুখ। 

কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর