ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বুধল ইউনিয়নের বেঁদে পল্লী, সুহিলপুর ও নন্দনপুর ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় ভাসমান ও ছিন্নমূল অসহায় গরীবদের মধ্যে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি সদর উপজেলার বুধল ইউনিয়নের বেঁদে পল্লীতে শীতার্ত বেঁদেদের শরীরে কম্বল জড়িয়ে দেন।
পরে তিনি বুধল ইউনিয়নের বিশ্বরোড চৌরাস্তা, নন্দনপুর বাজার ও সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজার এলাকায় ভাসমান ও ছিন্নমূল অসহায় গরীবদের মধ্যে কম্বল বিতরণ করেন। এসময় তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে শীতার্তরা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা জানান। এতে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বাংলাদেশ মানবাধিকার কমিশন স্টুডেন্ট উয়িং সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শাখার উদ্যোগে দুস্থদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। নাসিরনগর জেঠাগ্রাম ফখরে ‘বাঙ্গাল তরুণ সংঘ’ এর উদ্যোগে গরীব, দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
‘ইসলামিক ও সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য’ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম পূর্বগ্রাম ঈদগাহ মাঠে অর্ধশতাধিক অসহায় মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল।
বিডি-প্রতিদিন/শফিক