বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এ আর খান খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম