নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার ইন্দ্রপুর গ্রামের নুরুল ইসলাম (৪৫), ভূলিগাও গ্রামের আ. কুদ্দুস (৩৮) ও বিশ্বনাথপুর গ্রামের সুলেমা খাতুন (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে নেত্রকোনার দুর্গাপুরের পৌর শহরের উৎরাইল বাজারের দয়ালবাড়ি এলাকায় দুর্গাপুরগামী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার পাঁচ যাত্রীকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করেন। চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
বিডি-প্রতিদিন/শফিক