বরিশালের বাকেরগঞ্জে কলেজছাত্র সজীব কারিগর হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বাংলাবাজার এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সজিবের চাচা আইয়ুব আলী কারিকর, তৈয়ব আলী কারিকর, ইউপি সদস্য ফোরকান মৃধা, নুরুল ইসলাম, লাল মিয়া কারিকর, জাপা নেতা হাবিব সিকদার ও যুবদল নেতা শেখ জসিম।
বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে গত ২২ ডিসেম্বর সকালে ওই ইউনিয়নের নিয়ামতি ইউনিয়নের ছোট পুইয়াউটা গ্রামের বাসিন্দা সরকারি বাকেরগঞ্জ কলেজের এইচএসসি পরীক্ষার্থী সজিব কারিকরকে ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। তারা সজিব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সকালে কলেজছাত্র সজিব হত্যার ঘটনায় তার বাবা রাজ্জাক কারিগর বাদী হয়ে ১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/শফিক