বরিশালে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য ও প্রজনন বিষয়ক আরএইচপিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্ভোধন হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং এফপিএবি বরিশাল শাখার আয়োজনে বুধবার নগরীর এফডব্লিউভিটিআই মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফডব্লিউভিটিআই’র অধ্যক্ষ গাজী শামছুল আলম, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম, সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কোহিনুর বেগম, জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ এবং জেলা এফপিএবি কর্মকর্তা মো. মাহতাব উদ্দিন। অনুষ্ঠানে আরএইচপি, এফপিএবি এবং অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
শুরুতে জেলা প্রশাসক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার