লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন- রফিক, মফিজ ও খোরশেদ। আহতরা হলেন- আবুল হোসেন, ইয়াছিন, রবিউল ও আকবর। বাকিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকালে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপভ্যান চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। এসময় তিনজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অন্যদের আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ওয়াসি আজাদ জানান, শ্রমিকবহনকারী পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যাওয়ায় ৩ জন নিহত ও আরও ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম