বগুড়ায় জুতা পায়ে শহীদ বেদীতে উঠতে বাধা দেয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রদলের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বুধবার সকাল ১১টার দিকে জেলার শহীদ খোকন পার্কে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বগুড়ায় ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতাকর্মীদের জুতা পায়ে শহীদ মিনারে উঠতে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা চালানো হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীসহ ৪ জন আহত হন।
আহতদের মধ্যে কনস্টেবল পারভেজের মাথা লাঠির আঘাতে ফেটে যায়। এ ঘটনায় বগুড়া সদর ফাঁড়ির সাব ইনস্পেক্টর জিলালুর রহমান বাদী হয়ে ছাত্রদলের সভাপতি আবু হাসান এবং সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানকে আসামি করে ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়। পরে সদর বগুড়া থানার এ মামলায় পুলিশ এ পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম