“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক বিরোধী র্যালি, আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থীদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু গোপের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহজারুল ইসলাম ভুইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজার মাহবুবুর হাসান, প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রেসক্লাব সভাপতি সুজিত চক্রবর্তী।
এসময় বক্তারা, মাদকের কুফল ও প্রতিরোধে বিভিন্ন দিক দির্দেশনামূলক আলোচনা করেন। পরে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার তাহমিনা আক্তার।এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল