কুমিল্লার লাকসামে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি প্রকল্পের আওতায় গভীর নলকূপ পানির পাম্প ও ট্যাংক হস্তান্তর ও প্রায় সাড়ে তিন হাজার রেজিস্টার্ড শিশুর মাঝে মশারি বিতরণ করা হয়।
এ উপলক্ষে আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম এপিসি পিন্টু এলবার্ট পিরিছ, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, আব্দুল আউয়াল, ইউপি সদস্য শামীমা আক্তার, চট্টগ্রাম হাটহাজারী এপি ম্যানেজার ফ্রান্সেস মণ্ডল, লাকসাম রেনেসা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শাহবুদ্দিন তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি প্রকল্পের আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে ১৫টি গভীর নলকূপ পানির পাম্প ও ট্যাংক হস্তান্তর এবং পৌর এলাকা ও উপজেলার ৩টি ইউনিয়নের ৩ হাজার ৪শ’ রেজিস্টার্ড শিশুর মাঝে মশারি বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক