রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক বাচিমং মারমা (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার দুপুরে উপজেলার দূর্গম রাইখালী ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচিমং মারমা একই ইউনিয়নের গবাছড়ার আগাপাড়া এলাকার ক্যাচিং প্রুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বাচিং রাজস্থলী ইউনিয়নের বাঙ্গালহালিয়া থেকে গবছড়ার কার্বারী ক্যাচিং মং মারমাকে নিয়ে উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে রাইখালী ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে কার্বারীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয় এবংকার্বারী গুলিবিদ্ধ হয়। গুলি করার পরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এদিকে, ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় গিয়ে গুলিবিদ্ধ কার্বারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ