হতদরিদ্র লাল মিয়া। পেশায় ভ্যানচালক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যটকদের নিয়ে ছুটে বেড়ান কুয়াকাটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত।
মঙ্গলবার গভীর রাতে জিরো পয়েন্টে ভ্যান নিয়ে দাঁড়িয়ে শীতে কাঁপছিল তিনি। হঠাৎ করে তার সামনে থামল উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি। শীতে লাল মিয়ার জবুথবু অবস্থা দেখে ইউএনও তার গায়ে জড়িয়ে দিল কম্বল। এতেই লাল মিয়া বেজায় খুশি। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর জন্য দোয়াও করলেন লাল মিয়া।
পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গলবার মাঝরাত থেকে শুরু করে শেষ রাত অব্দি অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, শীতার্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ছয় হাজার দুইশত কম্বল বরাদ্ধ পেয়েছি। এসব কম্বল হতদরিদ্র ও শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার