বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ফেনীর দাগনভূঞা বালিকা বিদ্যালয়ের এক কিশোরী শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাজারের ফল ব্যবসায়ী খুরশিদ আলমের ছেলে আশ্রাফুল আলম হৃদয় ও তার সহযোগীদের বিরুদ্ধে।
বুধবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় পৌরসভার বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় তিনি ওই স্থানে উপস্থিত থাকায় অপহৃতদের বাধা দেন। কিন্তু তারা সংখ্যায় ৭-৮ জন থাকায় হাতাহাতি করেও প্রতিহত করতে পারেননি। তিনি জানান, একটি প্রাইভেটকারে করে মেয়েটিকে তুলে নিয়ে যায় অপহৃতরা।
ছাত্রীর মা জানান, তার মেয়েকে দীর্ঘদিন ধরে হৃদয় উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে তারা স্থানীয় ইউপি সদস্য মো. শাহীনকে অবহিত করেন। এক পর্যায়ে হৃদয় বিয়ের প্রস্তাব দেয়। তারা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তার মেয়েকে তুলে নিয়ে গেছে।
দাগনভূঞা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, ছেলের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/মাহবুব