কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন হাজার ৬৬০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল রাতে উপজেলার জাদিমোড় গোমতলি এলাকা থেকে স্থানীয় আবুল কালামের ছেলে কামাল হোসেনকে (৩০) আটক করা হয়।
র্যাব-১৫-এর কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোমতলি এলাকা থেকে ইয়াবা বেচাকেনার সময় একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে তিন হাজার ৬৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই সময় তার দুই সহযোগী ফরিদ আলম ও সলিম পালিয়ে যায়।
তিনি জানান, উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক ১৮ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কামালকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন