বগুড়া সরকারি শিশু পরিবার ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষাকেন্দ্রের দেড় শতাধিক শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার শহরের বিসিক এলাকায় শিশু পরিবারে গিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
বেলা সাড়ে ৩ টায় জেলা প্রশাসনের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ রিচালক আবু সাইদ মো: কাওছার রহমান, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মন্ডল, সরকারী শিশু পরিবারের উপ তত্বাবধায়ক রিপা মোনালিসা, মাহফুজা নাজীমন নাহার, মনোয়ারা খাতুন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ