ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় অভিযান চালিয়ে রাইফা ব্রিক্স, একই এলাকার এসএএফ ব্রিক্স এবং আশরাফ ব্রিক্সকে ৫ লাখ টাকা জরিমানা করেন।
এর মধ্যে রাইফা ব্রিক্সকে দুই লাখ, এসএএফ ব্রিক্সকে দুই লাখ এবং আশরাফ ব্রিক্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, জেলা প্রশাসকের অনুমোদন না থাকা, টপ সয়েল ব্যবহার এবং সরকারি খাস জমি থেকে মাটি কেটে ইট প্রস্তুত করার অপরাধে তাদেরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান, সদর মডেল থানার পুলিশ ও ফায়ায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক