দিনাজপুরের বীরগঞ্জে একটি মার্কেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টায় বীরগঞ্জ পৌর শহরের স্লুইজ গেট সড়কের ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কেটের মালিক মো. ফারুক হোসেন।
স্থানীয়রা জানান, মো. ফারুক হোসেনের মার্কেটের একটি গোডাউনের টিন সেডের কাজ করছিল টিন মিস্ত্রিরা। কাজ করার এক পর্যায়ে লোহার ঝালাইয়ের আগুনের ফুলকি গোডাউনে রক্ষিত মালামালের উপর এসে পড়ে। সেখান থেকে আগুনের উৎপত্তি হয়। আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের দোকানদার এবং স্থানীয় জনতা আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে উপজেলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে কাহারোলের দুইটি এবং খানসামার দুইটি ইউনিট এসে যোগ দেয়। তাদেরকে সহযোগিতা করার জন্য বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিনের নেতৃত্বে একদল পুলিশ এবং বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক মো. আল মামুনের নেতৃত্বে রোভার স্কাউটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। সকলের চেষ্টায় দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বীরগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নির্মল কুমার রায় জানান, বিদ্যুৎ দিয়ে ঝালাই করার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রনে ফায়ার স্টেশন এবং পুলিশের পাশাপাশি স্থানীয় জনতা ও বীরগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউটের অংশগ্রহণ নজির স্থাপন করেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম