দিনাজপুরে আগামী ১১ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত। বুধবার সিভিল সার্জন অফিস দিনাজপুরের আয়োজনে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচি সাধারণ মানুষের নিকট ব্যাপক প্রচারের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং মসজিদে শুক্রবার জুমার নামাজের পূর্বে মুসল্লিদের সামনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়টি তুলে ধরার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিরল উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস, দৈনিক তিস্তার সম্পাদক মিজানুর রহমান লুলু, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৮৭১৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৩৪৫৭৬ জনকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ক্যাম্পেইন শুরু হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের ন্যায় দিনাজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন কর্মসূচি পালন করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম