কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেছেন, ‘এক সময় হতদরিদ্র ছিল বাংলাদেশ। বিশ্ব বাংলাদেশকে অবজ্ঞা করতো। দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে এ পর্যায়ে এনেছেন।’
বুধবার বিকালে নগরীর টাউন হল মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আফজালুর রহমান বাবু ময়মনসিংহের সন্তান হওয়ায় এ সংবর্ধনা দেয়া হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগ।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট এ.বি.এম নুরুজ্জামান খোকন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, সংরক্ষিত মহিলা সাংসদ মনিরা সুলতানা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আড়েং প্রমুখ।
সংবর্ধনায় আপ্লুত হয়ে আফজালুর রহমান বাবু আরও বলেন, ‘সবকিছু ছাপিয়ে আমার অন্যতম পরিচয় আমি ময়মনসিংহের সন্তান। এই শহরের আলো-বাতাস, শিক্ষা-সংস্কৃতিসহ সকল স্রোত ধারাই আমার রক্তে প্রবাহিত। আমি কখনোই নেতা হতে চাই না, বঙ্গবন্ধুর একজন খাটি কর্মী হয়ে থাকতে চাই।’
তিনি আরও বলেন, ‘বিএনপি-জামাত চেয়েছিল বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে। ইরাক, সিরিয়া, লিবিয়ার মত বিপন্ন করতে চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বিপন্ন হয়নি বাংলাদেশের স্বাধীনতা, হয়নি জঙ্গি রাষ্ট্র। ষড়যন্ত্র আজও থেমে নেই। তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। মুজিব সৈনিকেরা কখনো পিছু হটে না। আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস। ’
বিডি প্রতিদিন/এনায়েত করিম