কক্সবাজারের টেকনাফে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণয় রুদ্র ও চিকিৎসক শোভন দাস। সভায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উপরে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে সকল বিষয় তুলে ধরে আলাপ-আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সীমান্তের মানুষের জন্য জাতীয় ভিটামিন এ প্লাস খুবই গুরুত্বপূর্ণ। যাতে কোন শিশু এই ক্যাম্পেইন থেকে বাদ না পরে সেজন্য যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন থাকতে হবে। কেননা এসব শিশুরা আগামী দিনের ভবিষ্যত। যদি কোন জাতি দুর্বল পড়ে থাকে, সে জাতি কোনদিন উন্নয়নের দিকে এগোতে পারবে না। তাই সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে আওতায় আনতে হবেই।
উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘এই অঞ্চলের লোকজন শিক্ষা দিক থেকে পিছিয়ে থাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন থেকে অনেকে অবহিত নই। তবে কোন শিশু যাতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না পরে সেদিকে সবাই নজর রাখতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার