নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে পিকআপ ভ্যানসহ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার বিকালে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালকসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। আহতরা হলেন উপজেলার ফ্যাবকোন টেক্সটাইল মিলের মার্কেটিং ম্যানেজার বাবুল মিয়া, কর্মচারী ফারুক মিয়া ও পিকআপ ভ্যানচালক আবুল কাশেম।
ম্যানেজার বাবুল মিয়া জানান, ফারুক ও কাশেমকে নিয়ে দুপুরে ডাচ বাংলা ব্যাংক, ভুলতা শাখা থেকে ২৫ লাখ টাকা ও উত্তরা ব্যাংক ভুলতা শাখা থেকে ১৪ লাখ টাকা, সর্বমোট ৩৯ লাখ টাকা উত্তোলন করা হয়। এ টাকায় ফ্যাবকোন টেক্সটাইল মিলের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেয়ার কথা ছিল।
টাকা উত্তোলন করে মিলে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে একটি সাদা মাইক্রোবাস আমাদের পিকআপ গাড়িটিকে সিগন্যাল দেয়। এসময় ৮/১০ জন ছিনতাইকারী ম্যানেজার বাবুল মিয়া, গাড়ির ড্রাইভার কাশেম ও কর্মচারী ফারুককে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা বেঁধে পিকআপ ভ্যানসহ তারা সোনারগাঁও এলাকার দিকে চলে যায়। গাড়িতে রেখেই তিনজনকে পিটিয়ে আহত করে সোনারগাঁও দড়িকান্দি এলাকার একটি আম বাগানে তাদের হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায়।
প্রকাশ্যে ভুলতা ফাঁড়ির নাকের ডগায় ছিনতাইয়ের এমন ঘটনায় ভুলতা এলাকায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। ঘটনার সত্যতা স্বীকার করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল আলম জানান, তদন্ত চলছে, টাকা ও গাড়িটি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/শফিক