কুমিল্লার লাকসামে ১৪শ’ ৪০ পিস ইয়াবাসহ মাসুদ আলম (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে পৌরশহরের ৪নং ওয়ার্ড এলাকার আউয়াল টাওয়ার থেকে লাকসাম থানা পুলিশ তাকে আটক করে।
আটক মাসুদ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হানুবাইস গ্রামের মৃত আমিন উল্লাহর ছেলে। সে গত কয়েক মাস ধরে লাকসাম পৌরশহরের ৪নং ওয়ার্ড এলাকার আউয়াল টাওয়ারের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার এসআই গোবিন্দ কুমার শর্মার নেতৃত্বে পুলিশ সদস্যরা মাসুদ আলমের বাসায় অভিযান চালিয়ে চালিয়ে ১৪’শ ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। লাকসাম থানা ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক