প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সবাইকে অন্ধকার থেকে আলোর পথে আসার আহ্বান জানিয়েছে মহিলা পরিষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিসহ দেশব্যাপী নারী-শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সমাজের বিবেক জাগ্রত করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা মহিলা পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক প্রতীমা সরকার, জেলা সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, জেলা মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, এনজিও সংগঠক আনোয়ার জাহিদ, শুভঙ্কর চক্রবর্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সমাজের মানুষের বিবেক জাগ্রত করে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম