জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বরগুনার পাথরঘাটায় ২২ হাজার ৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে থেকে এ তথ্য জানা যায।
আগামী ১১ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ভিটামিন খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস শিশুর সংখ্যা ২৬৫০ ও ১২ থেকে ৫৯ মাসের শিশুর সংখ্যা ১৯ হাজার ৬৫০জন। এ বয়সী শিশুদের মায়ের বুকের দুধ পান করানোর পরামর্শ দেয়ার পাশাপাশি ঘরে তৈরি পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার খাওয়ানোর বিষয়ে প্রচারণা চালানো হবে বলে জানানো হয়।
এই কর্মসূচি সফল করতে পাথরঘাটা উপজেলায় ১টি পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ১৬৯টি কেন্দ্রে ১৭১ জন স্বেচ্ছাসেবক ও ২১টি কেন্দ্রে ২১জন মাঠ কর্মী নিয়োগ করা হয়েছে।
পাথরঘাটা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক মো. ইদ্রিস মিয়া বলেন, ১৬৯টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। ইতোমধ্যেই আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা