ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণে ফরিদপুরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে এফডিএ অফিসের হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি এফডিএ’র পরিচালক আজহারুল ইসলাম। বিএফএফএ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বিরের পরিচালনায় এ স্মরণ সভায় বক্তব্য রাখেন সুরেশ চন্দ্র হালদার, আসমা আক্তার মুক্তা, হাফিজুর রহমান, আসাদুজ্জামান, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। একই সাথে তারা মরহুম ফজলে হাসান আবেদের আত্মার শান্তি কামনা করেন।
স্মরণ সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। ফরিদপুরের এনজিওসমূহের আয়োজনে এ স্মরণ সভায় জেলার এনজিও প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার