সাবেক স্ত্রীর সঙ্গে পরকিয়ার জের ধরে নেত্রকোণায় গৃহবধু তমালিকাকে গলায় ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। ২০ বছরের তমালিকা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় নিহতের শ্বশুর আবুল হাশিম ও শাশুড়ি মাজেদা আক্তারকে আটক করেছে পুলিশ। নেত্রকোণার বারহাট্টা উপজেলার চরসিংধা গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রাসেল মিয়া পলাতক।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রমতে, প্রায় এক বছর আগে রাসেলের সঙ্গে একই ইউনিয়নের বাট্টাপাড়ার রহিছ মিয়ার মেয়ে তমালিকার বিয়ে হয়। এর আগে বিভিন্ন অপকর্মের অভিযোগে রাসেলের প্রথম স্ত্রী তাকে তালাক দেয়। দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীর সঙ্গে রাসেলের আবার যোগাযোগ বাড়ে। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী তমালিকার সঙ্গে শুরু হয় পারিবারিক কলহ। বিভিন্ন সময় রাসেল দ্বিতীয় স্ত্রীকে মারধর করতেন। পরে শালিসে বিষয়টি গ্রামের মুরুব্বিরা মীমাংসা করে দেন।
নিহতের স্বজন মো. হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে রাসেলের মা পাশের বাড়িতে গিয়ে জানান, তার ঘরে চোর ঢুকে পুত্রবধূকে ছুরি মেরে পালিয়েছে। প্রতিবেশিরা গিয়ে দেখেন অনেক আগেই লাশের রক্ত শুকিয়ে গেছে। পরে থানায় জানানো হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নেত্রকোনার অতিরিক্ত সহাকারি পুলিশ সুপার মো. আলামিন হোসাইন বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। শ্বশুর-শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন