জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন চুয়াডাঙ্গায় সংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সম্মেলন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন।
অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। কর্মশালায় বিষয়ভিত্তিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আউলিয়ার রহমান। কর্মশালায় জানানো হয়, আগামী ১১ জানুয়ারি জেলার ছয় থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৮৩২ শিশু এবং এক থেকে পাঁচ বছর বয়সী এক লাখ ১৯ হাজার ১৯৭ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বিডি-প্রতিদিন/শফিক