দিনাজপুরের পার্বতীপুর-রংপুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মনসুর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মনসুর আলী (৫৫) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের উত্তর বাসুপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পার্বতীপুর-রংপুর সড়কের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের উত্তর বাসুপাড়া ঝেললার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই সড়কে পথচারী মনসুর আলী রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় তাকে মোটরসাইকেলে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার