মাদারীপুর শহরের থানতলী এলাকায় এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় ৭জনকে বিবাদী করে একটি অভিযোগ দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের থানতলী এলাকার তোতা শিকদার দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে বসবাস করে আসছে। হঠাৎ করে বুধবার রাতে ইমরান বেপারী, নাদিম শিকদার, শাহিন শিকদারসহ ২০/৩০জন হামলা চালিয়ে ৪টি ঘরে ব্যাপক ভাঙচুর করে। এসময় বাধা দিলে হামলাকারীদের ইটের আঘাতে আসমত শিকদার (৭৭) নামে এক বৃদ্ধ আহত হন।
মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, এ ঘটনার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন