ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ গত বুধবার নিকলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সিংপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক, তার ছেলে এআর রকি ও নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেনকে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা নিজ নিজ ফেসবুক আইডি থেকে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের এমপি আফজাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর পোস্ট আপলোড এবং শেয়ার করে এমপির সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ঢাকার উত্তরার বাসা থেকে বুধবার তাকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার তাকে কিশোরগঞ্জ আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম সিদ্দিকী জানিয়েছেন, আগামী রবিবার আসামির রিমান্ডের আবেদন করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক