পটুয়াখালীর কলাপাড়ায় স্কুল ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় তুর্ন ভৌমিক (৭) নামের এক শিশু শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
বৃস্পতিবার দুপুরে কুয়াকাটা-কলাপাড়া সড়কে এ ঘটনাটি ঘটে। আহত ওই শিক্ষার্থী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। তার পিতা সুকুমার ভৌমিক। সে পখিমার প্রফুল্ল মহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/শফিক