চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী এলাকায় সড়কের পা রাখা অচল গাড়ির পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সৌদি ফেরত নারীসহ ৪ জন আহত হয়েছেন।
নিহতের নাম ছৈয়দ হোসেন (৫০)। তিনি টেকনাফ পৌরশহরের গোদারবিল এলাকার মৃত আব্বাস আলীর ছেলে ও টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
আহতরা হলেন, টেকনাফ উপজেলার বাসিন্দা নিহতের ভাই ও মাইক্রো চালক মো. আয়ুব (৫৫), নুরুল আমিন (৩৫), রাজিয়া বেগম (৪৫) ও জোবাইদা বেগম (৪৬)। আহতদের মধ্যে আয়ুবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর তিনজনকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই আবু নাঈম জিহাদুল হক বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠনো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল