বাগেরহাটের মোরেলগঞ্জে সদ্য প্রায়াত স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোজাম্মেল হোসেনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত এ শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আ. লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় প্রায়াত এ নেতার স্মৃতি চারণ করতে গিয়ে অঝোরে কেঁদেছেন নেতা-কর্মীরা।
শোকসভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, পৌরসভা মেয়র অ্যাড. মনিরুল হক তালুকদার, প্রয়াত এমপির ছেলে অধ্যাপক ড. মাহমুদ হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এমমাদুল হক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম সভায় উপস্থিত ছিলেন।
বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য বাগেরহাট জেলা আওয়ামী লীগের একটানা ৪০ বছরের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন ৮০ বছর বয়সে গত ১০ জানুয়ারি শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল