আওয়ামী লীগ সুপরিকল্পিত ভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গণতন্ত্র হরণ করায় দেশে আজ গভীর সংকট সৃষ্টি হয়েছে, এই সংকটে শুধু বিএনপি নয় আওয়ামী লীগেও পড়েছে।
সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলায় বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এই সরকার।
বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে নীলফামারী জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০১৪ সালের ভোটার বিহীন নির্বাচন এবং ২০১৮ সালের রাতের নির্বাচনের কারণে আওয়ামী লীগ জনপ্রিয়তা হারিয়ে প্রশাসনের উপর ভর করে দেশ চালাচ্ছে।
তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং জনগণের উপর বিশ্বাসী যার কারণে নির্বাচনে থাকাও দলের কাজ। বিএনপি প্রার্থীদের যে জনপ্রিয়তা শুরু হয়েছে যার কারণে সরকার বিভিন্ন ভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারপরও নির্বাচনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হবেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রধান বক্তা হিসেবে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং বিশেষ বক্তা হিসেবে সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম ও আব্দুল খালেক বক্তব্য দেন।
জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকারের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সদস্য সচিব জহুরুল আলম।
পরে আলমগীর সরকারকে সভাপতি ও জহুরুল আলমকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থানীয় নেতাদের মধ্যে কাজী আখতারুজ্জামান জুয়েল, ফাহমিদ ফয়সাল কমেট, রিয়াজুল ইসলাম কালু, আনিসুর রহমান আনু, মাহবুব উর রহমান, মাসুদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন