১৭ জানুয়ারি, ২০২০ ২১:২৮

টাঙ্গাইলে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত

টাঙ্গাইলে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুক্রবার বিকেলে শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। 

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। সভা প্রধান ছিলেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সম্পাদক মো. আশরাফ আলী। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমস’র প্রদায়ক জুলফিকার আলি মাণিক এবং বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ। টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সাংবাদিক এতে অংশ নেন। পরে তাদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর