১৮ জানুয়ারি, ২০২০ ১২:১৫

'ক্রীড়াঙ্গন বিশ্বের দরবারেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে'

দিনাজপুর প্রতিনিধি:

'ক্রীড়াঙ্গন বিশ্বের দরবারেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে'

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দেশের ক্রীড়াঙ্গন শুধু দেশেই নয়, এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনের উন্নয়ন ঘটাতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। 

তিনি বলেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন নয় দেশের ঐতিহ্যবাহী খেলাগুলোও সামনে নিয়ে আসতে হবে। মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। 

শুক্রবার রাতে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর ইনস্টিটিউট  প্রাঙ্গণে ইনস্টিটিউট ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় উন্মুক্ত মহিলায় রাইসা ও যুথিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। স্কুল পর্যায়ে আহাদ ও তামজিদকে হারিয়ে ওমর ও রাকিব চ্যাম্পিয়ন হয়েছে। উন্মুক্ত- দৈনিক সৃজনী লালকে হারিয়ে দৈনিক সৃজনী হলুদ চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন মো. জাহিদ, শামসুল আলম, মোকাদ্দেস হোসেন মঙ্গলীয়া।

দিনাজপুর ইনস্টিটিউট এর সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলু, ব্যাডমিন্টন প্রতিযোগিতার আহবায়ক মো. রায়হানুল ইসলাম প্রমুখ। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর