ঢাকাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ফ্রেন্ডস ফোরাম নর্থবেঙ্গল ৯৮ এর সদস্যদের নিজ অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার দিনব্যাপী ঢাকাসহ রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফ্রেন্ডস ফোরাম নর্থ বেঙ্গল গ্রুপের সদস্যরা।
ফ্রেন্ডস ফোরাম নর্থবেঙ্গল গ্রুপের সদস্যদের জানান, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ এবং তাদের লেখাপড়ার পাশাপাশি তাদেরকে মূল ধারায় ফিরিয়ে আনতে কাজ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল