১৯ জানুয়ারি, ২০২০ ১৯:০৭

ভালো কাজের জন্য জিয়া আজও অমর হয়ে আছেন: ডক্টর রফিকুল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভালো কাজের জন্য জিয়া আজও অমর হয়ে আছেন: ডক্টর রফিকুল

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে রবিবার ১০দিনব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। প্রথম দিনে পালিত কর্মসূচীর মধ্যে ছিল, ড্যাবের আয়োজনে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল। 

দিনের শুরুতে বগুড়া অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে ড্যাবের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, ড্যাবের জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার শাহ মোঃ শাহজাহান আলী, অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিকসহ দলীয় নেতৃবৃন্দ।

এরপর শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভা জেলা আহ্বায়ক গোলাম মোঃ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্বদ্যিালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর এম, রফিকুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন পৌর মেয়র ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। বক্তব্য দেন বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, রেজাউর করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, অধ্যাপক ডাক্তার শাহ মোঃ শাহজাহান আলী এম আর ইসলাম স্বাধীন প্রমুখ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর