ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেলস্টেশনের কাছে খুলনাগামী ২৬ ডাউন নকশিকাঁথা ট্রেনের একটি বগী ও একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর গোয়ালন্দ থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনের বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হলে সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বগী ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে লাইনের উপর দাঁড়িয়ে থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, নকশিকাঁথা ট্রেন সাবদাপুর স্টেশনে রেখে মালগাড়ি পাস করে। মালগাড়ি চলে যাবার পর নকশিকাঁথা কোটচাঁদপুরের উদ্দেশে যাত্রা করে। নকশিকাঁথা মেইন লাইনে উঠার সময় পয়েন্ট সরে যাবার কারণে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। মেইন লাইনের উপর এ লাইনচ্যুতির ফলে খুলনা থেকে চিলহাটিগামী সীমান্ত ট্রেন ও ঢাকাগামী সুন্দরবন ট্রেন আটকা পড়েছে। লাইন চালু হলে তবেই এসব ট্রেন ছাড়বে। যাত্রীরা নিরুপায় হয়ে স্টেশনেই অপেক্ষা করছেন।
রাত সাড়ে ১০ টায় স্টেশন মাস্টার জানান, খুলনা থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তাতে করে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে প্রায় ৮ ঘণ্টা সময় লাগতে পারে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন