২০ জানুয়ারি, ২০২০ ০৩:১৫

ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে নৃপেন (৩৩) নামে আন্তঃজেলা কাগজপত্র জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। 

নৃপেন ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের রাজমোহন রায়ের ছেলে। 

পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার নৃপেন রায় দীর্ঘদিন ধরে মোটরসাইকেল রেজিস্ট্রেশন জালিয়াতি করে আসছিল। বিকাশ রায় নামে এক ক্রেতা তার কাছে একটি মোটরসাইকেল ক্রয় করে। পরবর্তীতে নৃপেন রেজিস্টেশন করে দিবে বলে তার কাছে টাকা নেয়। কিছুদিন পরে একটি রেজিস্ট্রেশনের কাগজ প্রদান করে। এরপর রেজিস্ট্রেশনটি বিআরটিএ বরাবরে ডিজিটাল নম্বর প্লেটের জন্য জমা করিলে জাল বলিয়া গণ্য করে মোটরসাইকেলটি আটক করিয়া রাখে। 

এর প্রেক্ষিতে বিকাশ রায় ঠাকুরগাঁও নিম্ন আদালতে একটি মামলা দায়ের করলে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী বিকাশ রায় জানান, নৃপেন রায়ের কাছে একটি মোটরসাইকেল ক্রয় করলে সে রেজিস্ট্রেশনের জাল কাগজ দেয়। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, প্রতারণা ও জালিয়াতি মামলায় তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর