পঞ্চগড়ে সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ে রবিবার সন্ধ্যা থেকে হঠাৎ দেখা দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রাত ৯টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১ দশমিক ৯ মিলিমিটার।
বিডি প্রতিদিন/ফারজানা